আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্রদলের তিন নেতাকে বহিস্কারের প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশচিন্তা ডেস্ক: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের বিক্ষুদ্ধ (একাংশ) নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর প্রদক্ষিণ শেষে সমাবেশ করেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালমান হায়দারের সভাপতিত্বে ও নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্বজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর জামশেদ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোন রকম তদন্ত ছাড়া শুধু মাত্র স্বাক্ষরের ক্ষমতা বলে অবৈধভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা এ বহিষ্কার ঘৃণাভরে প্রত্যাখান করছি। এই বহিষ্কার কি জন্য, কাদের খুশি করার জন্য এটি মিরসরাইয়ের তৃণমূলের নেতাকর্মীরা সবকিছু জানে। উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত ছাত্রদের বহিষ্কার করা হয়েছে। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি মিরসরাইতে রুবেলের প্রবেশ নিষিদ্ধ। মিরসরাইয়ের ছাত্র সমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। আগামীতে কোন হটকারিতায় সীদ্ধান্ত নিলে মিরসরাইয়ের ছাত্রসমাজ তার দাত ভাঙা জবাব দিবে।

তারা আরো বলেন, আমরা আশা করছি অচিরেই তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে এবং আপনারা যদি এই নীল নকশা বহিষ্কার আদেশ করতে থাকেন আমরা গণহারে পদত্যাগের ঘোষণা করবো। আমরা পদত্যাগ করবো না শুধু তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন থেকে বিচ্যুতি হবো না। ইনশাআল্লাহ।

জানা গেছে, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারকে বহিস্কার করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ