
দেশচিন্তা ডেস্ক:
মোহাম্মাদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদ্যাপন উপলক্ষে হিফজুল কুরআন ও হামদ নাত ২৫’র তিন শতাধিক প্রতিযোগিদের পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল গতকাল ২২ সেপ্টেম্ব জেলা শিল্পকলা একাডেমির মুল মিলনাতন ও আর্ট গ্যালারীতে হলে অনুষ্ঠিত হয়। মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম আশেকে রাসূল কামরুল ইসলাম এর আহবানে মেহমান হিসাবে বক্তব্য রাখেন (ভার্চ্যুয়ালী) খাজা গরীবে নেওয়াজ আজমির শরীফের আওলাদ ভারত আলী নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ লিয়াকত হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, কিশোরগঞ্জ দরবার শরীফের আওলাদ ডক্টর শাহ কাউসার মোস্তফা আবুল উলায়ী, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ শাহজাদা সৈয়দ গোলাম মোরশেদ। এড.মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন আলামিন বারীয়া দরবার শরীফের আওলাদ শাহজাদা মাওলানা সাইফুল ইসলাম বারী, চট্টগ্রাম দরবার শরীফের পীর সাহেব জাফর সাদেক, জামালপুর দরবার শরীফের খলিফা ও রামগতি দরবার শরীফের পীর হাফেজ মাওলানা আব্দুল কাদের, সুলতান শাহ দরবার শরীফের আওলাদ শাহজাদা শাহ সুলতান হাসান, শিক্ষাবিদ,কলামিষ্ট অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারি, সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক মাওলানা এটিএম ফজলে রাব্বি ফরহাদ, বীর মুক্তিযুদ্ধা রুস্তম আলী, আবু আহমেদ আহযারী, চট্টগ্রাম দরবার শরীফের আওলাদ সৈয়দ ছরোয়ার আলম (শাহ: মিজু), হাফেজ আবদুল কাদের, নাঙ্গলকোট সমিতির সভাপতি ফয়েজ আহমেদ কবির,সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ রবিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু আহম্মদ আজহারী, হাফেজ মাওলানা ক্বারী মোসাদ্দেক মোরশেদ, হাফেজ মাওলানা মোঃ মিরাজুদ্দীন মিরাজ, সাইফুল ইসলাম সোহাস, জাহেদুল ইসলাম মিঠু, আসিফ আহমদ কাদেরী, জয়নুল আবেদীন, মাহতাব উদ্দীন, মোঃ রিফাত, মোঃ জাকের চিশতী, মোঃ,মনির হোসেন, মোঃ রিয়াদ প্রমুখ।মাহফিলে দেশব্যণ্য পীর মাশাখেক, ইসলামিক গবেষক, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, মহিলা সহ অসংখ্য আশেকে রাসুল বৃন্দরা উপস্থিত ছিলেন। বিশ্ব বাসী ও বাংলাদেশের শান্তি কামনায় মুনাজাত করেন কুতুবুল আকতাব শাহ সূফী হযরত আমানত খান (রহ:) এর মোতোয়ালি শাহাজাদা এনায়েত উল্লাহ খান বড় মিয়া। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।এছাড়া অংশগ্রহণকারী সকল সনদ এবং ডায়েরী, বই প্রদান করা হয়। আলোচনায় বক্তারা বর্তমান বিশ্ব একটি অস্হির অর্থনৈতিক মন্দা এবং পারস্পারিক যুদ্ধ যুদ্ধ এবং প্রতিহিংসার দ্বন্ধে নিয়োজিত রয়েছে।জাগতিক সকল দ্বন্ধ, স্বার্থ, প্রতিহিংসা, ক্ষমতার মোহ এবং সংঘাত থেকে মুক্তির জন্য অন্যতম বাহন হচ্ছে শান্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ নবী, যাকে পৃথিবীর সকল আল আমিন বলে সেই প্রিয়নবী, বিশ্ব শান্তি প্রতিষ্ঠান মহান প্রাণপুরষ হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শিক, দেশপ্রেমিক, ত্যাগী ও মহান জীবন আদর্শ অনুস্মরণ করা জরুরী। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উন্নত সৎ চরিত্র জীবনাদর্শই পারে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্যা ভুমিকা রাখতে।