আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহ আমানত বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি সরবরাহ শুরু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজের জ্বালানি পরিবহন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গায় ‘প্রধান স্থাপনা (এমআই) থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন, চট্টগ্রাম’ প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বিপিসির পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) ড. একেএম আজাদুর রহমান এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

সূত্র জানায়, আগে গুপ্তখালে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরির মাধ্যমে ৮ কিলোমিটার দূরে শাহ আমানত বিমানবন্দরের অ্যাভিয়েশন ডিপোতে জেট এ-১ জ্বালানি সরবরাহ করা হতো। প্রতিদিন ২ লাখ ২৫ হাজার লিটার, বছরে প্রায় ৬৫ হাজার টন জ্বালানির চাহিদা পূরণে পরিবহন খাতে খরচ হতো বছরে প্রায় ৮ কোটি টাকা।

১৭০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে গুপ্তখাল থেকে বিমানবন্দর পর্যন্ত ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ, ৮ ইঞ্চি ব্যাসের আধুনিক আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে এখন ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহন করা সম্ভব হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ