আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য সকাশে ইংলিশোলজির প্রস্তাবনা

দেশচিন্তো ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সকাশে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সেন্টার ইংলিশোলজির পক্ষ থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাংগুয়েজ টেস্ট ভ্যেনু গড়ে তোলার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সম্প্রতি এই প্রস্তাবনা পেশ করেন ইংলিশোলজির একাডেমিক ম্যানেজার (সিঙ্গাপুর) জনাব মোশাররফ হোসাইন।

প্রস্তাবনায় প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং ইংলিশোলজির মধ্যে একটি সহযোগিতার রূপরেখা দেওয়া হয়েছে। এই সহযোগিতা মূলত এমএ ইন টিইএসওএল প্রোগ্রামের সঙ্গে ক্যামব্রিজ টিকেটি এবং ঐচ্ছিক লিঙ্গুয়াস্কিল পরীক্ষাগুলোকে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেবে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে একদিকে একাডেমিক জ্ঞান প্রদান করা এবং অন্যদিকে বিশ্বব্যাপী স্বীকৃত পেশাদার শিক্ষকতার সার্টিফিকেট দেওয়া। বিশ্ববিদ্যালয় উন্নত কোর্স-অফার থেকে উপকৃত হবে এবং ইংলিশোলজি একটি মর্যাদাপূর্ণ অংশীদারিত্ব অর্জন করবে।

এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দিন, সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি, কোহিনুর আক্তার ও প্রভাষক মেহেদি রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ