আজ : সোমবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম মেডিকেল এলাকায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের মেডিকেল (চমেক) কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা ও কে বি ফজলুল কাদের রোডে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকা ও আশপাশের সড়কে ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসানো হয়েছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে অভিযান পরিচালনা করে ৩০টিরও বেশি অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের সতর্ক করে জানায়, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখল করে আর কোনোভাবে ব্যবসা বা স্থাপনা গড়ে তোলা যাবে না। তা না হলে পুনরায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ