
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলে, ব্যবসায়ী ও বিচ কর্মীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোহাম্মদ পারভেজ (২৫) গাজীপুর জেলার টঙ্গীর পরিত হাওলাদারের ছেলে। তবে বাকি দু’জনের নাম পাওয়া যায়নি।
ইনানী সৈকতের বিচ কর্মী বেলাল উদ্দিন বলেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ইনানী খালে গোসল করতে নামে ২২ বছরের এক যুবক। কিন্তু ভাটার টানে ওই যুবক ইনানী সাগরে চলে যায়। তাকে উদ্ধারে তার মা সাগরে নেমে যায়। কিন্তু মা ও ছেলে দু’জনই সাগরে ভেসে যাওয়ার সময় আরেক পর্যটক মোহাম্মদ পারভেজ তাদের উদ্ধারে সাগরে নেমে যায়। তখন ৩ জনই ভেসে যাওয়ার সময় স্থানীয় জেলে, ব্যবসায়ী ও বিচ কর্মীরা ট্রলার ও সাঁতার কেটে ওই ৩ পর্যটককে দ্রুত উদ্ধার করা হয়। এর মধ্যে মা ও ছেলে অবস্থা খারাপ হলে দ্রুত তাদের চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়।
বেলাল উদ্দিন আরও বলেন, পর্যটকদের উদ্ধার করতে গিয়ে আমিসহ আরেক ব্যবসায়ীও অসুস্থ হয়ে পড়ি। পরে উখিয়ার সোনারপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থতা বোধ করছি। যদি ঠিক সময় আমরা সবাই ৩ পর্যটককে উদ্ধার করতে না যেতাম তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। কারণ সাগর উত্তাল রয়েছে। আর পর্যটকদের উত্তাল সাগরে গোসলে না যেতে বার বার মাইকিং করা হলেও শুনছে না। তবে চেষ্টা করে যাচ্ছি, পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সতর্ক করার।