আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলার বিকল্প নেই

সাতকানিয়া সংবাদদাতা :

মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাধুলার বিকল্প নেই  বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

তিনি বলেন, খেলাধুলা শারীরিক এবং মানসিকতা ঠিক রাখে। আরও বলেন,  বিগত সময়ে আমরা সাতকানিয়াবাসী উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবহেলিত হলেও নির্যাতনের ক্ষেত্রে পিছিয়ে ছিলাম না। অবৈধভাবে গদি দখল করা শাসকগোষ্ঠী আমাদের উপর অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা  দিয়ে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। যার ফলে সাতকানিয়া উপজেলাটি শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও  চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে পড়ে।

সাতকানিয়ার এই ঐতিহ্যবাহী মাঠে এক সময় নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হলেও খেলার মাঠটি অবহেলিত। এই মাঠকে অচিরেই  একটি মিনি স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

 

সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নুর হোসাইন, সাতকানিয়া জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ  শাহাদত হোসাইন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়ার সভাপতি মোহাম্মদ ইউনুছ, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন ও নজরুল ইসলামসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন বনাম নলুয়া যুব একাদশের মধ্যকার খেলায় ট্রাইবেকার ৪-৫ গোলে নলুয়া যুব একাদশ বিজয় লাভ করেন।

ছবির ক্যাপশন ঃ সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যেগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দিচ্ছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ