আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের সংবিধান শ্রমিকদের অধিকার, জানতার অধিকার নিশ্চিত করতে পারেনি তাই নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে অধিকার নিশ্চিতের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গাজীপুর চৌরাস্তায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিবহন, গার্মেন্টস, হকারসহ সব শ্রমজীবী মেহনতী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে শ্রমিক সমাবেশে এসব বলেন তিনি।

এ সময় ২৪ এর অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না করার নিন্দা জানিয়ে এনসিপির এ নেতা বলেন, ‘শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

শ্রমিকের অধিকার নিশ্চিতের পাশাপাশি, মর্যাদা নিশ্চিতেরও দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘নীতি নির্ধারণ ও পলিসি গ্রহণের সময় শ্রমিকের অগ্রাধিকার নিশ্চিত করতে সরকারকে নতুন আইন প্রণয়ন করতে হবে।’

শ্রমিকরা ন্যায্য মজুরি নিশ্চিত করতে গার্মেন্টস মালকদেরও চাপ প্রয়োগের দাবিও জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইংয়ের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, রিয়াজ মোর্শেদ, বশির আহম্মেদ, শ্রমিক নেতা আরমান হোসেনসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ও শ্রমিক উইংয়ের শীর্ষ নেতারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ