আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের অপসারণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

দেশচিন্তা ডেস্ক: চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন ফোরামের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. শহীদ, মোহাম্মদ দিদার, বাবলু সালাউদ্দিন, মহসিন সৈয়দ, রাজিবুল হাসান রানা, নুর উদ্দিন সোহেল প্রমুখ।

রাজিবুল হাসান রানা বলেন, আওয়ামী লীগ নেতার পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছিল চট্টগ্রাম চেম্বারকে। দীর্ঘ এক বছর পার হলেও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই আমরা বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছি। সরকার যেন তার তৃতীয় দফা মেয়াদ না বাড়ায়।

প্রসঙ্গত, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভেঙে যায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বোর্ড। পরিচালক পদ শূন্য হয়ে পড়ায় শতবর্ষী এই ব্যবসায়ী সংগঠনের প্রশাসক পদে তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রথমে ১২০ দিনের জন্য দায়িত্ব দেওয়া হলেও পরে তার মেয়াদ আরেক দফায় বাড়ানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ