আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দেশচিন্তা ডেস্ক: প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ফেনীর সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম সামছুল হক চৌধুরী, হেফাজতে ইসলাম ফেনীর সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার প্রমুখ।

জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা ও র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তি ও মানবিক উদ্যোগের সমন্বয়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে দলিত সম্প্রদায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য শিক্ষা প্রকল্প বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ