
দেশচিন্তা ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা পড়ে। রিটটি দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
রিট আবেদনে কী কারণ দেখানো হয়েছে বা আদালত কবে শুনানির জন্য গ্রহণ করবে, সেসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে ছাত্ররাজনীতিতে ইতোমধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
দীর্ঘ কয়েক দশক পর জাবিতে জাকসু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল প্রশাসন। ভোটের দিনক্ষণ চূড়ান্ত না হলেও আলোচনায় আসছিল অক্টোবরে সম্ভাব্য নির্বাচন। এর মধ্যেই হাইকোর্টে রিট হওয়ায় নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এ নির্বাচনকে দীর্ঘদিনের গণতান্ত্রিক দাবি হিসেবে দেখছেন। অনেকে মনে করছেন, এ রিট নির্বাচনের গতি থামাতে একটি কৌশল হতে পারে।
তবে কেউ কেউ বলছেন, রিটের মাধ্যমে যদি নির্বাচন সংক্রান্ত কোনো আইনি বা প্রশাসনিক ত্রুটি সামনে আসে, তা হলে সেটি সংশোধনের সুযোগ তৈরি হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এরপর দীর্ঘ ৩৩ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রয়েছে।
সম্প্রতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। ঢাবিতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো তা অনিয়মিত। জাকসুর পুনরুজ্জীবনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করার আশা করা হচ্ছিল।