
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এসময় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও উপজেলা ফুটবল দলের পতাকা উত্তোলন করেন স্ব-স্ব ইউএনওবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজার ক্রীড়া চর্চার উর্বর ভূমি। এখানকার সন্তানেরা প্রতিনিয়ত জাতীয় পর্যায়ে কক্সবাজারের সুনাম সমৃদ্ধ করছে। বর্তমান ও নতুন প্রজন্মের কাছে এই সফলতা তুলে ধরতে হবে। যাতে তারা উদ্বুদ্ধ হয়ে খেলাধুলায় মনোনিবেশ করে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দিতেই এই টুর্নামেন্টের আয়োজন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীমউদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য মাসুদ আলম, মো. সরওয়ার রোমন, এম,আর মাহবুব, ওমর শরীফ শিবলী, সালাহউদ্দিন, মুহাম্মদ হোসাইন ও রিদুয়ানুল হক।
নয়দিনব্যাপী নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে দুটি গ্রুপে জেলার নয়টি উপজেলা দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা বনাম পেকুয়া উপজেলা। খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। দ্বিতীয়ার্ধে পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে সদর উপজেলা ফুটবল দল। তবে খেলার তিন মিনিট আগে অফসাইট বিতর্ক নিয়ে খেলা বন্ধ রাখতে হয়। রেফারী ১৫ মিনিট অপেক্ষা করে শেষ বাঁশি দিয়ে সদর উপজেলাকে বিজয়ী ঘোষণা করে। এরপর পেকুয়া উপজেলা না খেলে মাঠ ত্যাগ করে।
ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার বিদেশী খেলোয়াড় নানী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রামু ও কুতুবদিয়া উপজেলা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ডিএসএ’র সদস্য সচিব মো. আলাউদ্দিন জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া, ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। ম্যাচগুলো অধিক জনপ্রিয় করতে, সর্বোপরি দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় তিনজন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ থাকছে। প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় দশ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ ৫০ হাজার টাকা ও রানারআপ দল ট্রফির সাথে ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। গ্যালারীতে টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।