আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান, আটক ৪

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে সেনারা ওই কারখানা থেকে চারজনকে আটক করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কারখানা থেকে ছয়টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ দুটি ওয়াকিটকি, একটি মেগাফোন, চারটি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকদের থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানটি খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন পরিচালনা করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ