আজ : শনিবার ║ ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা মনে রাখবেন, একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে, এই মধ্যপন্থা বা উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসার ষড়যন্ত্র চলছে।

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত বই “রক্তাক্ত জুলাই” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এই সময়টা আমরা অপেক্ষা করছি একটা গণতন্ত্রের উত্তোলনের রোডম্যাপ আমরা পাবো। যদিও গতকাল রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। আর এখন এটাকে ঠিক করে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকার যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা একটা মোটামুটিভাবে লক্ষ্যে পৌঁছাতে পারবো।

তিনি বলেন, কয়েকদিন আগে হতাশার কথা বলেছিলাম, এটা নিয়ে আমাকে কিছু ভৎর্সনা করেছেন অনেকে। যে আপনি হতাশার কথা বলবেন কেন? আমরা তো আপনার কথায় ইন্সপায়ার্ড হই। অনুপ্রাণিত হই। তাকে বলেছিলাম, যখন এই বয়সে এসে দেখি, আমার যে স্বপ্ন, যে লড়াই, যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে। রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা এইটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো। এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের হতাশা এসে যায় যে হবে তো।

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, সবসময় বলি, নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার।

তিনি বলেন, প্রথম সংস্কার করছি আমরা, সংস্কারের কথা প্রথম বিএনপি বলেছে, বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু বিএনপির মাধ্যমে, বাংলাদেশের জন্মের শুরুতেই তো মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিএনপির সঙ্গে জড়িত তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই সুযোগটা অন্য কাউকে দেবেন না। যেখানে তারা বলতে পারে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি।

তিনি বলেন, আপনারা (নেতাকর্মীরা) মনে করবেন না, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এটা অনেকেই মনে করছেন। মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। সেগুলোকে ওভারকাম করে ঐক্য দিয়ে , ভালো কাজ দিয়ে কিন্তু জনগণের কাছে যেতে হবে।

নেতাকর্মীদের প্রতি উদ্দেশ্য করে বলেন, দেশকে কী করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, আমাদের মনগুলোকে আরও কী করে পবিত্র করা যায়, আমরা কী করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করুন। মানুষ একটা পরিবর্তন চায়। যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে। আর এই পরিবর্তনটা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে নেতাকর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। গুটিগত লোকের উন্নয়ন কোনো উন্নয়ন নয়। সমগ্র মানুষের কৃষক শ্রমিক মেন্যুতে মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়ন সংগ্রাম সফল হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ইতি প্রকাশনের প্রকাশক মো. জহির দীপ্তি এবং গ্রন্থের লেখক সৈয়দা ফাতেমা সালাম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ