
চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্র ঘোষিত ২য় দিনের কর্মসূচী পালিত
*জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জাতি জালেম শাসকের কবল থেকে মুক্তি পেয়েছে*
— অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম
জুলাই-আগষ্ট অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে কেন্দ্র ঘোষিত ২য় দিন গরীব, অসহায় এতিমদের মাঝে খাবার কর্মসূচী পালন করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। জেলার বিভিন্ন উপজেলায় এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। তারই ধারাবাহিতায় আজ বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলার আল হিকমাহ তালিমুল কুরআন মাদরাসায় বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইলের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবিরের বাঁশখালী শহর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহ, নায়েবে আমীর আবদুর রহীম ছানুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদ উল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারী মো. মহিউদ্দিন, কাজী ইমরানুল হক, মাওলানা সিদ্দিক আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জাতি জালেম শাসকের কবল থেকে মুক্তি পেয়েছে। বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেতনা নিয়েই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। জামায়াতে ইসলামীও ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। মহান আল্লাহ যেন জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী সকল শহীদকে সর্বোচ্চ মর্যাদা দান করেন।