আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতকানিয়া জামায়াতের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি:

দৈনিক সমকাল ও চট্টগ্রাম প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় জামায়াতকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা।

জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দীন ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন এক যৌথ বিবৃতি দেন।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও প্রচার সম্পাদক আয়ুব আলী স্বাক্ষরিত এক রিলিজে জানা যায়, প্রতিবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক সমকাল ও চট্টগ্রাম প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পত্রিকায় প্রকাশিত অস্ত্র উদ্ধারের সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতকে জড়ানো হয়েছে।অথচ এই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তদের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা নেই। জামায়াতকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে কল্পনাপ্রসূত ও ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতকে জড়িয়ে এসংবাদ ছাপানো হয়েছে। পতিত ফ্যাসিবাদের দোসররা রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলা করতে না পেরে অপরাধ চক্রের সাথে জামায়াতকে জড়ানোর ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

 

জামায়াতে ইসলামী একটি আর্দশিক সংগঠন। এ সংগঠনের জনশক্তিদের নৈতিকতা ও চারিত্রিক মান সম্পর্কে দেশবাসী সজাগ রয়েছে। সংগঠনের প্রতি জনগণের এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চিহ্নিত কুচক্রী মহল আধিপত্যবাদ কায়েম ও ইসলাম বিদ্ধেষী মানসিকতার ধারাবাহিক কুচিন্তা থেকে জামায়াতকে জড়িয়ে এ তথ্য প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ধরনের মিথ্যা ও অবাস্তব সংবাদ পরিহার করে আগামীতে সত্য, বস্তুনিষ্ট ও তথ্যনির্ভর সংবাদ প্রচারের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকার সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহবান জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ