আজ : বৃহস্পতিবার ║ ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

শ্রমিকসন্তানদের উচ্চশিক্ষার পথে সকল বাধা দূর করতে হবে -এস এম লুৎফর রহমান

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী শ্রমিক। এই বিপুল জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষাবঞ্চিত রাখা মানে পুরো জাতিকে পিছিয়ে রাখা। তাই শ্রমিক পরিবারের শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে করতে হবে অবৈতনিক ও বৃত্তিমূলক। পাশাপাশি শ্রমিকসন্তানদের উচ্চশিক্ষার পথে সকল বাধা দূর করতে হবে।

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ও পতেঙ্গা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন।

ফেডারেশনের পতেঙ্গা থানা সভাপতি মো: মঈন উদ্দিনের সভাপতিত্বে ও একেএম শাহাবুদ্দীনের সঞ্চালনায় শ্রমিকসন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশে অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন।

 

আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা আরিফুর রহমান, ফেডারেশনের ৩৯ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ৪০ নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দীন ও ৪১ নং ওয়ার্ড সভাপতি রশিদ আহম্মদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ