
দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী শ্রমিক। এই বিপুল জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষাবঞ্চিত রাখা মানে পুরো জাতিকে পিছিয়ে রাখা। তাই শ্রমিক পরিবারের শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে করতে হবে অবৈতনিক ও বৃত্তিমূলক। পাশাপাশি শ্রমিকসন্তানদের উচ্চশিক্ষার পথে সকল বাধা দূর করতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ও পতেঙ্গা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন।
ফেডারেশনের পতেঙ্গা থানা সভাপতি মো: মঈন উদ্দিনের সভাপতিত্বে ও একেএম শাহাবুদ্দীনের সঞ্চালনায় শ্রমিকসন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশে অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন।
আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা আরিফুর রহমান, ফেডারেশনের ৩৯ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ৪০ নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দীন ও ৪১ নং ওয়ার্ড সভাপতি রশিদ আহম্মদ।