রাউজান সংবাদদাতা : চট্টগ্রামের রাউজানে সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসীর বাড়িতে প্রকাশ্যে অগ্নিয়াস্ত্র হাতে হামলা ও গুলি চালানোর ঘটনায় করা মামলায় মুহাম্মদ জানে আলম (৫২) নামের উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার জানে আলম পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তিনি ওই মামলার ২ নম্বর আসামী।
এরআগে গত ৮ নভেম্বর উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের প্রবাসী জানে আলমের বাড়িতে একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায়। ভেঙে দেয়া হয় সিসি ক্যামেরা। ওই প্রাবাসী মামলায় উল্লেখ করেন দফায় দফায় চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় এ হামলা চালানো হয়। ঘটনার সময় ওই পরিবারের সদস্যরা ৯৯৯ কল করলে পুলিশ আসলেও ততক্ষণে তান্ডব চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তবে গত শুক্রবার স্থানীয় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে যুবদলনেতা জানে আলম দাবী করেছিলেন তিনি প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় জড়িত ছিলেন না। তিনি দুই পক্ষের মারামারি থামাতে সেখানে যান। তাঁকে ষড়যন্ত্র করে বিএনপির অপর একটি পক্ষের ইন্দনে মামলায় আসামী করানো হয় তাঁকে।
রাউজান থানার উপপরিদর্শক ( এসআই) মুহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, প্রবাসীর বাড়ি হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ২ নম্বর আসামী ছিলেন, জানে আলম। তাঁকে রোববার বিকেলে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.