কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে থাকবে না শোষণ-বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে সকলকে সে অধিকার প্রদান করা হবে। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকলো না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হল, শোষণ ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট ধরে রাখতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব। ১৫ নভেম্বর জুমাবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ।
সম্মেলনে গত ১৮ বছর বিভিন্ন মামলায় কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। ময়নামতি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।
ডা. তাহের আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনার যদি ভালো হয়ে যেতে যান, তাহলে আমাদের সকল সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে উঠার চেষ্টা করেন, সে পরিণাম ভালো হবে না। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওৎ পেতে রয়েছে।
ডাঃ তাহের শেখ হাসিনার উদ্দেশে বলেন, তিনি এখন ভারতে রয়েছেন। তবে কোন জায়গায় রয়েছেন সেটাও বলে না। ইতোমধ্যে তিনি দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। সেখানে বসে বসে, দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনি (শেখ হাসিনা) যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন, তাহলে গোপনে যেভাবে দেশ ত্যাগ করেছেন, আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পন করুন। আদালত আপনার ন্যায়-অন্যায়ের সকল বিচার করবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.