প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ
সাতকানিয়ায় অভিনব কায়দায় স্বর্ণ চুরি, ৩ মহিলা গ্রেফতার, উদ্ধার হলো স্বর্ণ

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নস্থ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের মৌলবির দোকান এলাকায় ইকবাল কনভেনশন হলে স্বর্ণ চুরির এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে প্রায় ২ লক্ষ টাকা মুল্যের স্বর্ণ চুরি হওয়ার খবর পেয়ে অভিযানে নামে সাতকানিয়া থানা পুলিশ।
সাতকানিয়া থানার এস আই মো: এমরান হোসেনসহ ওসির নেতৃত্বে সন্দেহজনক অবস্থায় ঘুরাফিরা করায় তিন মহিলাকে আটক করে পুলিশ। এসময় জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করে স্বর্ণ চুরির সাথে জড়িত। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দুই লক্ষ টাকা মুল্যের স্বর্ণ।
গ্রেফতারকৃতরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের কালা বানু (২৬), একই এলাকার জাহানু বেগম (৩৫), উখিয়া কুতুপালং ১৮ নম্বর ক্যাম্পের ছেনোয়ারা বেগম(৩৫)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গ্রেফতারকৃতরা ছদ্মবেশে বিভিন্ন কনভেনশন সেন্টারে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ- অলংকার চুরি করে। তারা একটি বড় চক্র। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার মামলা দায়েরের পর চট্টগ্রামের আদালতে পুলিশ স্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.