দেশচিন্তা ডেস্ক : আসন্ন অনুষ্ঠিতব্য তাফসীরুল কোরআন মাহফিল'২৫ এর প্রস্তুতির অংশ বিশেষ পরিষদের নির্বাহী সদস্যদের নিয়ে আজ সন্ধা ৬.৩০ টায় পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের। উক্ত সভায় উপস্থিত ছিলেন তাফসীরুল কোরআন মাহফিল এন্তেজামিয়া কমিটির পৃষ্ঠপোষক ও মহানগরী জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
পরিষদ এর সেক্রেটারি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এর ব্যবস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন পরিষদ সিনিয়র সহ-সভাপতি এড. শামসুদ্দিন আহমদ মীর্জা, সহ-সভাপতি আবুল হোসেন, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সহ-সম্পাদক শফিউল আলম ছুবহানী, অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য এবং পরিষদ নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, তাফসীরুল কোরআন মাহফিল আমাদের আবেগ অনুভূতির এক বিরাট সম্পদ,যা চট্টগ্রাম বাসীর কাছ থেকে পতিত হাসিনা ছিনিয়ে নিয়েছে বিগত ষোল বছর যাবৎ। বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এই তাফসীর মাহফিল কে প্রাণবন্ত ও সফল করার লক্ষ্যে সর্বাত্মক সজাগ থাকতে হবে আমাদের কে।তিনি মহানগরীর সর্বস্তরের জনশক্তিকে সর্বদায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেই সাথে যুগোপযোগী কর্মসূচী ও পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন।
সভার শুরুতে পরিষদের কার্যবিবরণ এবং প্রস্তুতি সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরেন পরিষদ সভাপতি জনাব অধ্যক্ষ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, আমরা পূর্ণ আন্তরিকতার সহিত জনগণের আশা আকাঙ্খা পূরণের চেষ্টারত।আল্লাহ চাহেন তো সকল পর্যায়ের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি সফল তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিবে পরিষদ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.