মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়ায় ভর্তুকি মূল্যে শাক-সবজি বিক্রি করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এওঁচিয়া ইউনিয়নের শান্তির টেক এলাকায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ভর্তুকি মূল্যে বাজার সামগ্রী কিনতে পেরে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় জমেছে। সকাল থেকে খেটে খাওয়া মানুষেরা কম দামে কিনতে পেরে আনন্দিত লক্ষ্য করা গেছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করবে বলে জানায় সংগঠনটি।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।
এবিষয়ে মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, খেটে-খাওয়া মানুষকে বেকায়দায় ফেলে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উর্ধ্বে। এমন পরিস্থিতিতে মানবতার সেবায় জামায়াত ইসলামীর ভর্তুকি মূল্যে দ্রব্য সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। মানবতার প্রশ্নে যেকোনো সময় সাধারণ মানুষের পাশে থাকবে জামায়াতে ইসলামী।
এসময় উপস্থিত ছিলেন এওচিয়া ৫নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এওঁচিয়া ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি ডা. জাফর উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ চৌধুরী,সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন, মুহাম্মদ কাশেম,আবু সৈয়দ, আবদুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এওচিয়া সেক্রেটারী মুহাম্মদ ইউনুস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.