দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটির প্রথম সভা আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ০১ নভেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিবের সঞ্চালনায় সভায় নবগঠিত কমিটির সফল নেতৃবৃন্দকে অভিনন্দন পত্র হস্তান্তর করা হয়।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সফল নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে মোহাম্মদ জোবায়ের বলেন, এদেশের সফল উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এসেছে। পৃথিবীর অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়নে ঈষান্বিত। আমাদের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। কোনো অশুভ শক্তিকে সুযোগ দেয়া যাবে না।
চৌধুরী মোহাম্মদ গালিব বলেন, আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে আমাদের প্রতিটি ইউনিট সাজাগ। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে নৌকার বিকল্প নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এম এ হাশেম চেয়ারম্যান, মোঃ সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, শাহেদুর রহমান শাহেদ, মোহাম্মদ আতাউল করিম, হারুন উর রশিদ চৌধুরী, আব্দুল মালেক খান, মোঃ ইউসুফ, আবু সাদাদ সায়েম, আবু বক্কর, তৌহিদুল ইসলাম রহমানী, এড. আবু ফয়েজ চৌধুরী, এস.এম. কৈয়ম উদ্দীন, ইমরান খান, যুগ্ম সম্পাদক এড. রোকনুজ্জামান মুন্না, প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়, সাংগঠনিক সম্পাদক কায়েস সরওয়ার সুমন, আবু সাদাত এস এম সায়েম, শফিউল আলম লিটু, জায়েদ বিন কাশেম, রাজিন দাশ রাহুল, উজ্জ্বল ধর, সাজ্জাদ হোসেন লিটন, মহিউদ্দিন মঞ্জু, আব্দুল আলিম প্রমুখ।