মোহাম্মদ ইকবাল হোসেন/মুহাম্মদ ফরিদ উদ্দিন সাতকানিয়া থেকে : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস উশ শূরা সদস্য জাফর সাদেক বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। তারা ২০০৬ সালে ঢাকার পল্টন ও রাজধানীসহ সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর ওপর লগি-বৈঠা নিয়ে যে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তা ভুলার নয়। এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হতে হবে। অন্তবর্তী সরকারের কাছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে দাবী জানাই।
২৮ অক্টোবর দক্ষিণ চট্টগ্রামের প্রাণশহর কেরানীহাটের একটি রিসোর্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি- বৈঠার নৃশংসতায় জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, বিগত সময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ পুরো বাংলাদশে আওয়ামীলীগ যে নৃশংসতা চালিয়েছে তার বিচার হতে হবে। প্রশাসনের কাছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে দাবি জানাই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ বদরুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল ফয়েজ, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী মুহাম্মদ ইছহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ, বাঁশখালী জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাঙ্গু থানা শাখার আমির আব্দুল জলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.