বরিশাল সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আল্লাহ্ তায়ালা খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা বিভিন্ন ইবাদত করবো কিন্তু সকল ইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার গুরুত্ব সর্বাধিক এটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে।
জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেই আমাদের উপর এত জুলুম নির্যাতন করা হয়। এই নির্যাতনের ইতিহাস সকল যুগের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা সাধনা করেছে তাদের সকলের উপরই এসেছে। কিন্তু শত জুলুম নির্যাতনের পরেও সত্যবাদীদেরকে তাদের মূল লক্ষ্য থেকে এক চুল পরিমাণেও সরানো যায়নি।” ২৬ অক্টোবর শনিবার বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বক্তব্য রাখেন, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সবেক আমীর মুফতি ফজলুল করিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.