এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী,মীরসরাই পৌরসভা শাখার উদ্যোগে আজ সকাল ৯.০০ টায়,স্থানীয় মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার হলরুমে এক "কর্মী শিক্ষা বৈঠক" (টি.এস) অনুষ্ঠিত হয়। পৌরসভার আমীর জনাব মাও. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব ইকরামুল হকের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার সম্মানিত আমীর জনাব, মাও.নুরুল কবির।
এতে দারসুল কুরআন পেশ করেন- মস্তান নগর ফাজিল মাদ্রাসার অধ্যাপক এবং মীরসরাই উপজেলা অফিস সম্পাদক জনাব, শফিকুল আলম শিকদার। দারসুল কুরআন সহ অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যে ইসলামী আন্দোলনে কর্মীদের ব্যবহারিক জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ৯নং মীরসরাই সদর ইউনিয়ন সভাপতি জনাব হাফেজ মাওলানা ফারুক, প্রফেসর ইকবাল, মোহাম্মদ রাসেল প্রমুখ।এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, একজন ইসলামী আন্দোলনে কর্মী অবশ্যই নিয়মিত কোরআন, হাদীস ও ইসলামি সাহিত্য উধ্যয়ন করতে হবে। নিয়মিত জামাতে নামাজ আদায় করতে হবে, সর্বদা মনোবল সহ সকল দিক থেকে সবল থাকার চেষ্টা করতে হবে ও আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে। একজন জাময়াতে ইসলামীর কর্মী সে শুধুমাত্র কোনো একটা দলের কর্মী নয় বরং সে একজন দক্ষ সমাজকর্মী, সুতরাং সব সময় সামাজিক কাজে অগ্রগামী থকতে হবে। হক কথা বলতে হবে এবং মন্দ কথা বলা থেকে বিরত থাকতে হবে। মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং নিয়মিত তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে হবে।
ফজরের আগে ঘুম থেকে উঠার অভ্যাস করতে হবে। লেন-দেনে স্বজাগ থাকতে হবে, সকল বৈঠকে উপস্থিত থাকতে হবে, দায়িত্বশীল এর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। নিয়মিত রিপোর্ট রাখতে হবে, মাসের প্রতিদিনের কাজের রুটিন রাখার অভ্যাস করতে হবে, মানুষের আমানত রক্ষা করতে হবে। মানুষকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে, ওয়াদা ভঙ্গ না করে বরং যথাযথ রক্ষা করতে হবে, মানুষের সাথে ভাই ভাই সম্পর্ক রাখতে হবে (ভাতৃত্ব বোধ থাকা), সর্বদা আমিরের আনুগত্য করতে হবে। মানুষকে ভালো পরামর্শ দিতে হবে, সংগঠনকে সময় দিতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে, তাকওয়াবান হতে হবে, সর্বোপরি সবার জন্য দোয়া করতে হবে।
এসম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন:" এ ঘুণে ধরা সমাজ ব্যবস্থা ভেঙ্গে একটি সাম্য, মানবিক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাস্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের বিকল্প নেই। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যে জামায়াতের পতাকাতলে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি "।
এতে আরো উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা জামায়াতের অর্থ সম্পাদক জনাব আলাউদ্দিন,অফিস সম্পাদক মাও.জাকারিয়া,প্রচার সম্পাদক ওমর ফারুক প্রমুখ। এসময় উক্ত শিক্ষা বৈঠক অনুষ্ঠানে মীরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.