নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে ১২তম ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৪ নভেম্বর রোববার মাসব্যাপী এ মেলায় বাংলাদেশ, ইরান, ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানের নারী উদ্যোক্তারা পণ্যের পসরা সাজাবেন। এবারে প্রায় সাড়ে তিনশ’ স্টল ছাড়াও ১০টি প্যাভেলিয়ন থাকবে।
মেলার আয়োজক সংস্থা নারী উদ্যোক্তাদের সংগঠন ‘চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আজ ১ নভেম্বর বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলা কমিটির চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এমএ লতিফ, সাবিহা নাহার বেগম, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মেদ আল মেহেইরি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, ভাইস প্রসিডেন্ট জেসমিন আক্তার, রুহি মোস্তফা, পরিচালক রোকেয়া নাসরিন, সুলতানা নুরজাহান রোজি, কাজী তুহিনা আক্তার, নুসাত ইমরান, রোজিনা আক্তার লিপি, আইভি হাসান, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.