সাতকানিয়া সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের কাজী মোহাম্মদ ইসহাক এর বাড়িতে রাতের আধাঁরে হামলা চালিয়েছে দৃবৃর্ত্তরা।
বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে আমিলাইষ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মরহুম মৌলানা আবদুল মোমেন এর বসতবাড়ি আমিলাইষ ইউনিয়নের কাজি মোহাম্মদ ইসহাক এর বাড়িতে ইট, পাটকেল নিয়ে হামলা চালায় দূর্বৃত্তরা। এতে দ্বিতীয় তলায় কাঁচের জানালা ভেঙে পড়ে।
সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, বসতবাড়িটিতে দ্বিতীয় তলায় সেদিন কেউ না থাকার সুযোগে রাতের আঁধারে হামলাকারীরা ইটপাটকেল ছুঁড়ে গ্লাস এবং বসতবাড়িতে আঘাত করে। এতে হুমকিতে পড়েছে পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী কাজী মুহাম্মদ জাহেদ বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে হামলাকারীরা ইটপাটকেল ছুড়েঁ গ্লাস ভেঙে ফেলে এবং বাড়ির আঙ্গিনায় ভাংচুর করে। তিনি আরও বলেন, আমাদের সাথে রাজনৈতিক ও পারিবারিক কারও সাথে শত্রুতামি নেই৷ বিগত কিছুদিন আগে একটি জায়গা নিয়ে মামলা বিচারাধীন রয়েছে। এটা নিয়ে সম্ভবত আমাদেরকে ভয়ভীতি দেখাতে হামলা করেছে। আমরা জীবন শঙ্কায় রয়েছি।
সাতকানিয়া থানার কর্মকর্তারা জানান, এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি৷ অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.