দেশচিন্তা নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ চকবাজার শাখার সহযোগীতায় টুপিওয়ালা পাড়া একাদশ কর্তৃক আয়োজিত অলম্পিক বার ফুটবল টুর্নামেন্টে শ্রেয়শী এফ.সি ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় তার ৩-০ গোলে মায়ের দোয়া ক্লাবকে পরাজিত করে এই সম্মান অর্জন করেছে। মোট ৪০টি টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। কাপাসগোলা মাঠে গতকাল রাতে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কর বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হাজী মো: সেলিম রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, কাপাসগোলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক মঞ্জু। মুজিবুর রহমান রাসেলে পরিচালনায় এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গণি, বাবুল দাশ, মোহাম্মদ ইয়াছিন ভূইয়্যা, মো: সিরাজ, ইশতিয়াক চৌধুরী, আবুল খায়ের বাচ্চু, শহীদুল ইসলাম মন্ডল, আমিনুল ইসলাম আমিন, ঈমান উদ্দিন, হাসান শরিফ, সাইফুল আলম মোর্শেদ, কাইয়ুম শরিফ, মো: বাদশা, নেওয়াজ শরিফ অমি, মো: কিরন, সান্টু গুহ, মুরাদ হাসান, মো: সাকিব, সাগর সিকদার, অর্পন বড়–য়া। টুর্নামেন্টে সিনহা একাদশ তৃতীয় স্থান, বিজয়ের‘ ৭১ সুশৃঙ্খল দলের মর্যাদা লাভ করেন। টুর্নামেন্টের সেরা গোলদাতা মিথুন দে সেরা গোলরক্ষক মোহাম্মদ মুবিন, ম্যান অব দি ম্যাচ সজিব, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন নিশাত বড়–য়া ভুট্টু। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সকলের হাতে পুরস্কার তুলে দেন। ট্রফিসহ চ্যাম্পিয়ান দল দশ হাজার, রানার আপ দল পাঁচ হাজার প্রাইজ মানি তুলে দেওয়া হয়। ফাইনাল খেলার রেফারী ছিলেন শহিদুল আরিফ সেতু।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.