কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে তাবিদুল হোসেন নাসিম (১২) নামে এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে সাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
তাবিদুল সাহারবিল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড পূর্বপাড়া এলাকার মাওলানা তাছুদ্দুক হোসাইনের ছেলে ও চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ হেফজখানার ছাত্র।
সাহারবিল ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির কাছে মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় তাবিদুল। জোহরের নামাজের জন্য মুসল্লিরা অজু করার জন্য পুকুরে গেলে তাবিদুলের লাশ ভাসতে দেখে। পরে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.