ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠ সঙ্কটে অনেকদিন ধরে ভুগছে। সোমবারের বোর্ড সভায় সেই সমস্যা থেকে উত্তরণের উপায় খোঁজার চেষ্টা চলে। বলা যায়, আপাতত দীর্ঘদিনের সেই সমস্যা সমাধানের এটা খোঁজ মিলেছে।
এই সঙ্গে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, খুব দ্রুতই আমাদের লিগ শুরু হতে যাচ্ছে। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এই লিগগুলো হবে। আমরা বোর্ড সভায় মাঠের ব্যাপারে আলোচনা করেছি। পুর্বাচলে একটা মাঠ আছে। সেখানে দুটো গ্রাউন্ডের মধ্যে একটা গ্রাউন্ড আমরা খেলার জন্য তৈরি করছি। সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ঢাকায় তাদের যে মাঠ আছে সেখানে সুযোগ সুবিধার উন্নয়ন করে আমরা আমাদের ঘরোয়া খেলাগুলো চালাতে পারি কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এভাবে হয়তো আমাদের মাঠের সমস্যার আপাতত একটা সমাধান হবে। আমিন বাজারেও আমাদের একটা মাঠ আছে। সেখানে সাইটস্ক্রিন ও মাঠের কিছুটা উন্নয়ন সাধণ করলে আমরা সেই মাঠও খেলার জন্য ব্যবহার করতে পারবো। এছাড়া পিকেএসপির মাঠে দুটো গ্রাউন্ড আছে। রূপগঞ্জের সেই মাঠও আমরা দেখে এসেছি।
মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিছু সংস্কার প্রয়োজন। ড্রেসিংরুমের আশপাশের জায়গার সংস্কার করার পরিস্কার নিয়েছে বিসিবি। তাছাড়া গ্যালারির চেয়ার চেয়ারগুলোর অবস্থাও সঙ্গিন। নতুন চেয়ার বসানোর বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এই প্রসঙ্গে ফারুক বলছিলেন, আমাদের মিরপুরের হোম অব ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আমরা বোর্ড সভায় আজকে আলোচনা করেছি। স্টেডিয়ামের চেয়ারগুলো ভেঙ্গে গেছে। সেই চেয়ার রিপ্লেসমেন্ট করবো আমরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.