মুহাম্মদ ফরিদ উদ্দীন (চট্টগ্রাম) সাতকানিয়া, প্রতিনিধি : ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ ঘটিকার সময় সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব কাঠগড় নুরুল ইসলাম ও মঞ্জুর ইসলামের বসতঘরে মশার কোয়েল থেকে আগুনে সূত্রপাত হয়ে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে নিঃস্ব হয়ে যায় দুই টি পরিবার রাতে এলাকাবাসীর সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ আসে ততক্ষণে বাড়ি দুইটি সমস্থ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
নুরুল ইসলাম জানান নতুন বাড়ি করেতে ক্যাশ ২ লাখ টাকা বাড়ীতে রাখা হয়, সর্বমোট প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ততক্ষণিক খবর পেয়ে কালিয়াইশ ইউনিয়ন জামায়াত ইসলামী কালিয়াইশ ইউনিয়নের সেক্রেটারি আলহাজ্ব আবুল বশর জিহাদি নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাউলের বস্তা ডেকসি সেটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার আবদুল গফুর মুক্ত, মোঃ ফারুক, প্রবাসী মোক্তার আহমদ, রফিক আহমদ,মোঃ রহিম,মোঃ কামাল, জাহাঙ্গীর আলম।
কালিয়াইশ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর নিয়ে আসেন সাবেক মেম্বার সামসুল ইসলাম বাবলু, বিএনপি নেতা আবদুর রহিম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা সাগর, ওসমানী চৌধুরী, আবু তৈয়ব চৌধুরী , মোস্তাক আহমদ ,নুর মোহাম্মদ নুর,সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুরুল ইসলাম ও মঞ্জুর ইসলাম দিনমজুর কাজ করে দেশবিদেশ এবং সরকারসহ সকলের সহযোগিতা কামনা করেন নতুন ঘর নির্মান করতে না পারলে রাস্তায় থাকা ছাড়া উপায় নাই বলে জানান ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.