আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রকৌশলী সাংবাদিক আইনজীবীসহ ৭ জন সিডিএর বোর্ড সদস্য হলেন

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য হিসেবে সাংবাদিক-আইনজীবীসহ মোট সাত জনকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন শাখা) মোহাম্মদ মিজানুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে রবিবার এটি জানাজানি হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৫(১) (ড) ও ৫ (২) ধারা অনুযায়ী ওই সাতজনকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর করা হবে।

 

নতুন বোর্ড সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, এবিনিউজ২৪বিডিডটকমের রেসিডেন্ট এডিটর এ এস এম জাহেদুল করিম, হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থপতি সৈয়দা জারিনা হোসাইন, স্থপতি ফারুক আহম্মেদ, মো. সাখাওয়াত হোসাইন এবং অ্যাডভোকেট সৈয়দ কুদরত আলী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ