প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ২:৫৭ পূর্বাহ্ণ
ড্রেন- নালায় নর্দমায় পানি নিষ্কাশন বন্ধ, পথচারী চলাচলে জনদূর্ভোগ

সাতকানিয়ার ফুলতলা- জোটপুকুরিয়া বাজার
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
সামান্য বৃষ্টি হলেই সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজার ও ফুলতলা বাজারের সড়কের দুই পাশের ড্রেন ও নালা আটকে জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে চলাচলকারী পথচারী ও শিক্ষার্থীরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, ফুলতলা বাজার ও জোটপুকুরিয়া বাজারের রাস্তার দুপাশের ড্রেন ও নালায় প্লাস্টিক, পলথিন, দোকানের ময়লা আবর্জনা আটকে পানিতে টইটুম্বুর হয়ে পড়ে সড়কটি। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও তা আটকে রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চলাচল করতে গিয়ে গাড়ির চাকার পানি ছিটকে পড়ে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে পথচারীদের।
সড়কটি দিয়ে নিয়মিত চলাচলরত আবদুল আজিজ নামের এক পথচারী বলেন, নালা গুলো ময়লা - আবর্জনায় আটকে যাওয়ায় ফুটপাত দিয়ে হাঁটা যায় না আমরা এর প্রতিকার চাই।
দক্ষিণ কাঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান, প্রতিদিন স্কুলে যাওয়া- আসার সময় ফুটপাত দিয়ে হাটঁতে গিয়ে চলাচলরত গাড়ির দুর্গন্ধযুক্ত পানির ছিটকে তাদের কাপড় নষ্ট হয়ে যায়।
সড়কটি দিয়ে নিয়মিত আসা-যাওয়া করতে গিয়ে দূর্ভোগ ও অস্বস্তিতে পড়েছেন জানিয়ে কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যাপক ফখরুল ইসলাম জানান, আমি প্রতিদিন প্রতিষ্ঠানে যাওয়া আসার সময় খুব অপ্রতিকর অবস্থায় পড়তে হয়। গাড়ির চাকার খারাপ পানি শরীরে লেগে যায়। মোটরসাইকেল চালাতে গিয়েও দূর্ঘটনার সম্মুখীন হতে হয়। বাজার কমিটি ও স্থানীরা যদি নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে এই দুর্ভোগের সৃষ্টি হতো না।
ফুলতলা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী আবুল কালাম বলেন, আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আমরা সবাই এই বিষয়ে বসে তিন চারদিনের মধ্যে অতি দ্রুত নালাগুলো পরিষ্কার- পরিচ্ছন্ন করে ফেলব। এবং পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত করে দিব।
জোটপুকুরিয়া বাজার কমিটির সভাপতি শেখ আহমদ বলেন, ড্রেন ও নালাগুলো সঠিক ভাবে তৈরি না করায় পানি নিষ্কাশনের ঠিকভাবে হচ্ছে না। এবিষয়ে বাজার কমিটি ও সংশ্লিষ্টদের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.