মুহাম্মদ ফরিদ উদ্দীন (চট্টগ্রাম) সাতকানিয়া, প্রতিনিধি : বাংলাদেশ জমায়াত ইসলামী সাঙ্গু থানার পক্ষ থেকে সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হিন্দু পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করে সাঙ্গু থানা জমায়াত ইসলাম।
২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় বিতরণকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জমায়াত ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব বদরুল হক, সাঙ্গু থানার আমীর ডাক্তার আবদুল জলিল, সেক্রেটারি মাষ্টার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহাম্মদ সোলাইমান, কালিয়াইশ ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আবুল বশর ছিদ্দিকী, সেক্রেটারি আলহাজ্ব আবুল বশর জিহাদি, সহসভাপতি এনামুল হক, মাওলানা ক্বারি নুরুল কবির সাহেব।
মেম্বার অধীর, সাবেক মেম্বার নিহার চৌধুরী, সাবেক মেম্বার রঞ্জিত, সাধন তালুকদার, নুরুল আলম, জাহাঙ্গীর, মোক্তার, আবুল কালাম, রফিক আহমদ,মাহফুজসজ জামায়াত ইসলামী বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ১৮ সেপ্টেম্বর সকাল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
উল্লেখ্য- গত ১৮ সেপ্টেম্বর কালিয়াইশ ইউনিয়নের
৮ নং ওয়ার্ড হিন্দু পাড়া বৈরাবো বাড়ীতে সকাল আনুমানিক ৯. ৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সুকমার দাশ,রাহুল দাশ, সঞ্জিদ দাশ এর বসতঘরে আগুনে পুড়ে নিঃস্ব।
ফায়ারসার্ভিস আসার আগে একালাবাসী হিন্দু-মুসলিম, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কালিয়াইশ ইউনিয়ন জমায়াত ইসলামীর পক্ষে থেকে আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারের গুলোকে চাউলের বস্তা, ডেকসি,জগ,প্লেট নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.