
দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতরা ঢুকতে না পেরে ঢিল ছুঁড়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আজকের দিনে স্টুডেন্টরা একটা কনসার্টের আয়োজন করেছে। সেই কনসার্ট দেখার জন্য বাইরের মানুষজন ভেতরে ঢোকার চেষ্টা করেছে। পরে আমরা গেইট বন্ধ করে দেই। এ কারণে বাইরে থেকে ওরা ঢিল ছুঁড়েছে।
চমেক অধ্যক্ষ আরো বলেন, আমাদের অডিটোরিয়ামের ক্যাপাসিটি কম। তাই বাইরের মানুষজনকে এলাউ করা সম্ভব না। এইজন্যই গেইটগুলো বন্ধ রাখা হয়েছে। যার কারণে তারা গেইটের আশেপাশে জটলা পাকাচ্ছে। সেখানে এখন পুলিশ, আর্মি, বিজিবি অবস্থান নিয়েছে।