দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম বলেন, দেশের সত্তর ভাগ মানুষ বিভিন্ন শ্রম-সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত। এই বিপুল জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ শক্তি বিশাল বড়ো বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রমিকদের ঐক্যের শক্তিকে অধিকাংশ সময় নেতিবাচক কাজে লাগানো হয়েছে। এখনও পতিত স্বৈরাচারের দোসররা শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শ্রমিকদেরকে এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। শ্রমিকদের ঐক্যের শক্তিকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ করতে হবে। শ্রমিকজনতার ঐক্যবদ্ধ শক্তিকে দেশ ও সমাজ পরিগঠনের কাজে লাগাতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাস্থ আলকরন ওয়ার্ড উত্তরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লস্কর মুহাম্মদ তসলিম উপর্যুক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হকের পরিচালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস. এম. লুৎফর রহমান, মহানগরী সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূইয়া, কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম ও থানা সাধারণ সম্পাদক শহিদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, বাংলাদেশের যেকোনো ঐতিহাসিক মুহূর্তে শ্রমিকজনতার অবদান ছিল অবিস্মরণীয়। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে শ্রমিকজনতা সাহস ও ত্যাগ-কুরবানির অনন্য নজির রেখেছে। চব্বিশের গণঅভ্যুত্থানেও রয়েছে শ্রমিকজনতার গৌরবোজ্জ্বল অংশগ্রহণ। শ্রমিকজনতার এই ত্যাগ-কুরবানি ও অবদানের প্রতি সম্মান জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকদের অধিকার পূর্ণ হলেই দেশের অর্থনীতির চাকা অধিকতর সচল হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা সেলিম রেজা, মুহাম্মদ বেলাল, রফিকুল ইসলাম মাসুদসহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.