আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে জাতি তাদের কখনো ভুলবেনা” -ড. আ ফ ম খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী নিজেদের জীবন দিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে জাতি তাদের কখনো ভুলবেনা এবং তাদের পরিবারের ভরণপোষণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের নিরাপদ জীবন দিতে হবে, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে।

 

তিনি বলেন, এসব শিক্ষার্থীরা সুস্থ না হলে, পুনর্বাসিত না হলে আমরা ভালো থাকব না। সুতরাং আহতদের চিকিৎসা নিয়ে শঙ্কার কিছু নেই। গোটা জাতিই তাদের পাশে আছে। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসার প্রয়োজনে সব ব্যয় সরকার বহন করবে। এমনকি, কারও যদি দেশের বাইরে নিয়ে গিয়েও চিকিৎসা করার প্রয়োজন হয়, তার ব্যবস্থাও সরকার করবে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা কৃতজ্ঞচিত্রে স্মরণ করেন।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার আহত ও কারামুক্ত ছাত্রদের দেখতে ও তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করতে, রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সাথে সৌজন্য সাক্ষাত এবং হাদিয়ে যামান আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) ও বাহরুল উলুম আল্লামা শাহ মুহাম্মদ কুতুবউদ্দিন (রাহ.) এর যেয়ারত শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বায়তুশ শরফ দরবার ও মরহুম পীর সাহেবানদের সাথে এবং বর্তমান রাহবারের সাথে দীর্ঘদিনের হৃদ্যতা ও আন্তরিকতার কথা উল্লেখ করে বায়তুশ শরফ কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে ও সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের জনপ্রশাসন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম জেলা প্রশাসকের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হোসাইন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-এর সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল উলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, ড. জাহেদ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মো.আবু আহসান, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-এর প্রচার ও প্রকাশানা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, উপ-দপ্তর সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম শাকিল, কাজী নুরুল হুদা, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ, মজলিসুল ওলামার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মুফিজ উদ্দিন, অনুষ্ঠানের সমন্বয়ক মাওলানা আলমগীর ছিদ্দিকী, আনজুমনে নওজোয়ানের সভাপতি কাজী আবদুল হান্নান জিলানী, আনজুমনে নওজোয়ান বায়তুশ শরফের আদর্শ কামিল মাদ্রাসা শাখার সভাপতি আবদুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ