নওগাঁয় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফরা। সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী নার্সেস সোসাইটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী।
এ সময় বৈষম্যবিরোধী নার্সেস সোসাইটি নওগাঁর সমন্বয়ক ইসমাইল হোসেন, রেজিস্ট্রার্ড নার্স নাফিসা তাবাসসুম, ডিপ্লোমা নার্স এমরান হোসেন ও নিশাত তাসনিমসহ শহরের সরকারি-বেসরকারি ৩টি ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে স্বাস্থ্য বিভাগকে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী নার্সেস সোসাইটি।
রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী নিশাত তাসনিম বলেন, ভুয়া নার্সদের ভুল সেবায় প্রায়ই রোগীদের মৃত্যু হয়। সেই মুহূর্তে রোগীদের স্বজনরা নার্সদের অদক্ষ হিসেবে অপবাদ দেয়। এর আড়ালের গল্প কেউ দেখতে আসে না। বিপরীতে একজন রেজিস্ট্রার্ড নার্সকে দীর্ঘ বছর নার্সিং বিষয়ে পড়াশোনা করে এরপর কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। অথচ ভুয়াদের দাপটে প্রকৃত নার্সরাই এখন কর্মহীন।
আমরা এসব ভুয়া নার্সদের অপসারণ চাই।
বৈষম্যবিরোধী নার্সেস সোসাইটি নওগাঁর সমন্বয়ক ইসমাইল হোসেন বলেন, ভুয়া নার্সদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে এদের কারণে আমাদের টিকে থাকা কঠিন। তাদেরকে নার্স হিসেবে দেখিয়ে হাসপাতাল-ক্লিনিকগুলো রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এ ঘটনায় আমরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে সিভিল সার্জনকে দেয়া স্মারকলিপিতে স্পষ্টভাবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে প্রত্যেক ভুয়া নার্সকে শনাক্ত করে তাদের অতিসত্বর অপসারণ করতে হবে।
এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, যারা নার্স না হয়েও নার্স সেজে কাজ করছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অভিযুক্তদের অপসারণে ১ সপ্তাহের সময় বেঁধে দেয়া হবে। আশা করছি প্রকৃত রেজিস্ট্রার্ড নার্সরা শিগগিরই তাদের নায্য অধিকার ফিরে পাবেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.