প্রায় দীর্ঘ ৯ বছর কারাবন্দি থাকা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার ১৯ আগস্ট শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন একটি সূত্র। আসলাম চৌধুরীর আইনজীবী এডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সর্বশেষ আজকের মাননীয় আপিল বিভাগের আদেশের পর তার মুক্তিতে আর বাধা রইল না। আশা করছি আজ তিনি কারাগার থেকে মুক্ত হবেন। জানা যায়, আসলাম চৌধুরীকে কথিত রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৬ই মে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ৭৬টি রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে কারাবন্দি রাখা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.