প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
সাতকানিয়ায় আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মো. ইকবাল হোসেন, সাতকানিয়া :
সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে (১৬ আগস্ট) শুক্রবার দক্ষিণ আমিলাইষ দারুস সালাম জামে মসজিদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তাফসিরুল কোরআন মাহফিল পরিষদ ব্যানারে আয়োজিত উক্ত দোয়া মাহফিল ও গণশিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার নায়েবে আমীর মাস্টার আবদুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মজলিস -উশ- সূরা সদস্য মাওলানা আবুল হাশেম, সাবেক ছাত্রনেতা আয়ুব আলী, সাবেক দায়িত্বশীল প্রফেসর মোহাম্মদ হোসেন, ইউনিয়ন আমীর মোজাম্মেল হক, সেক্রেটারী মোহাম্মদ হাছান, ডা. মোহাম্মদ আয়ুব, ছাত্রনেতা শাহাদাত হোসেন, সিদ্দিক হোসেন, মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর কর্মজীবনে ইসলামী আন্দোলনের কর্মযজ্ঞ গুলো উপস্থাপন করেন প্রধান অতিথি মাস্টার আবদুস সোবহান। তিনি বলেন, ইসলামী আন্দোলনে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে তখনই আল্লাহর রহমতে ফয়সালা আসবে। ছাত্রদের গণবিপ্লবে হাসিনা সরকার যেভাবে পতিত হয়েছে সেভাবে আমাদেরও ভূমিকা রাখতে হবে তখনই আল্লাহর পক্ষ থেকে চলে আসবে নেয়ামত। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ক্ষমা প্রার্থনা করি। নিশ্চয়ই আল্লাহ তায়ালা ক্ষমাশীলদের পছন্দ করেন।
এসময় তিনি কুরআন হাদিসের ব্যাপক অধ্যয়ন করে ওয়ার্ডে, সমাজে এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকলের কাছে অনুরোধ রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.