এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মীরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচ কর্তৃক প্রায় সারা বছরই বিভিন্ন উন্নয়ন ও সমাজ সংস্কার এবং মানবিক কাজের উদ্যোগ ও বাস্তবায়ন করা হয়। সেই ধারাবাহিকতায় সরকারি সিদ্ধান্ত "সবুজ বাংলাদেশ " এর সাথে একাত্ম হয়ে ব্যাচের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ মে, শুক্রবার বিকেলে উপজেলার নিজামপুর " মোসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয় " এ এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া ২০০০ ব্যাচের আয়োজনে ওই বিদ্যালয়ে নানা প্রজাতির মৌসুমি ফলের পসরা সাজিয়ে উৎসব মুখর পরিবেশে বন্ধুদের জন্য ফল উৎসবের আয়োজনও করা হয়। এসময় উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের প্রায় সব বিদ্যাপিঠের বন্ধুরা মহা আনন্দ নিয়ে যোগদান করে ।
দেশীয় ফলের সমারোহে জাকজমকপূর্ণ ফল উৎসবে ছিল কাঁঠাল, লিচু, আম, আনারস, কলা, তালের সাস, চেরিসহ বিভিন্ন প্রজাতির মৌসুমী ফল। আনুষ্ঠানিকতার পর সবাই মিলে ফল খাওয়া হয়। উপস্থিত হওয়া সকল বন্ধু মিলে আয়োজিত ফল-ফলাদি খাওয়ার পর হাতে থাকা কর্মসূচির " বৃক্ষে বাচুক ধরণী, বন্ধুত্ব বাড়ুক বৃক্ষে " এই স্লোগানে মীরসরাই উপজেলা ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয় ওই বিদ্যালয়ে গাছ লাগানোর মাধ্যমে।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। তীব্র তাপদাহের ফলে এবং প্রকৃতি ও পরিবেশের মাঝে আজ মানুষের অত্যাচারে প্রকৃতি রুদ্ররূপ ধারণ করেছে। নির্বিচারে বৃক্ষ নিধন, বন ধ্বংস আর পাহাড় কাটার ফলেই প্রকৃতি ক্ষেপে উঠেছে ব্যাপকভাবে। প্রকৃতির এই রুদ্র আচরণ থেকে পরিত্রাণের জন্য বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরী মনে করেন মীরসরাই উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা।
বৃক্ষরোপণ শেষে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা জানান, পুরো মীরসরাইকে সবুজায়নের আওতায় আনার লক্ষ্যে এই কর্মসূচী হাগতে নেয়া হয়েছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ টি করে গাছ রোপনের কথাও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.