মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া পুরানগড় ইউনিয়নের সুয়ালক খালের সাঁকো দিয়ে পারাপারের জন্য কাঠ দিয়ে একটি সাঁকো ব্রিজ দেওয়া হয় গাড়ি চলাচল নিষেধ থাকলেও সিএনজি অটোরিকশা মোটরসাইকেল চলাচল করতো।
২৬ মে সকালে সাঁকো পার হওয়ার সময় চালকসহ অটোরিকশা খালে পড়ে যায়, এতে চালক আহত হন এবং সাঁকো ব্রিজ ভেঙে যায় অটোরিকশাটি খালে পড়ে যায়। রিকশা চালক রাজিব উদ্দীন ২৬ পুরানগড় ইউনিয়নের হাসেমপাড়ার মোহাম্মদ জাফরের ছেলে।
এই বিষয়ে পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সিকদার জানান।সুয়ালক খালের ওপর ২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলতেছে । কাজ চলাকালীন মানুষের যাতায়ত সুবিধায় গাছ দিয়ে একটি সাঁকো নির্মাণ করা হয়। তবে সেটির ওপর যান চলাচল নিষেধ ছিল।
ব্যাটারি রিকশাচালক রাজীব বেকারির মালামাল নিয়ে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে গিয়ে আহত হয় এবং তার রিকশাটি ভেঙে যায় এই সাঁকো দিয়ে সিএনজি মোটরসাইকেল অটোরিকশা চলাচল করতে সাঁকো ভেঙে যাওয়ার যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ি সন্ত্রাসী ব্রিজ ঠিকাদার থেকে চাঁদা দাবি করায় ব্রিজে কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় বৈতরণী শীলঘাটা ধৈপাছড়ির মানুষের যাতায়াতের কষ্টের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.