দেশচিন্তা ডেস্ক : নবাগত সিডিএ'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ এর সাথে চট্টগ্রাম জেলা আদালতের আইন কর্মকর্তাগণ সিডিএ'র ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা জনাব মোঃ ইউনুছ বলেন মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক এবং ব্যক্তিগত ভাবে এই বিষয়ে খোঁজ খবর রাখেন।
উন্নয়ন বরাদ্দে ও তার অবদান প্রসংশনীয় তার চিন্তা ও ভাবনাকে বাস্তবায়নে আমার মত একজন ক্ষুদ্র কর্মীকে দায়িত্ব দিয়ে মাঠ পর্যায়ের আওয়ামী কর্মীরদেরকে উজ্জীবিত করেছেন, উন্নয়নের ধারাকে অব্যহত রাখে আমি চট্টগ্রাম বাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস যাতে রক্ষা করতে পারি। তিনি তার বক্তব্যে বলেন , চট্টগ্রাম শহরের টেকসই উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান প্রয়োজন, আমি আমার কর্মকালে সরকারী সকল সেবা মূলক সংস্থা কে সমন্বয় সাধন করে উন্নয়ন যাতে জন ভোগান্তিতে রূপ না নেয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।
সম্মিলিত প্রয়াস ও উদ্দ্যেগ ব্যতীত সরকারের সদ ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক উন্নয়ন বাস্তবায়নে মুখ থুবড়ে পড়েছে। নগর বাসী সিনিয়র সিটিজেনদের অভিজ্ঞতা ও বক্তব্যকে ধারণ করে চট্টগ্রামের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে প্রাচ্যের রাণী খ্যাত চট্টগ্রাম কে নান্দনিক ভাবে সাজানোর আমার কর্ম প্রয়াস অব্যাহত থাকবে।
মোঃ ইউনুছ আরও বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কিছু কার্যক্রম আইনি জটিলতার কারণে স্থবির হয়ে আছে, জনস্বার্থে দ্রুত নিরসন আবশ্যক। এই ব্যাপারে আইন কর্মকর্তাদের আন্তরিক সহায়তা কামনা করেন। আইনজীবীরা সমাজ নির্মাণে অঘোষিত ইঞ্জিনিয়ার তারাই পারেন সকল প্রকার সংকট নিরসনে আমাদের সহায়তা করতে । তিনি প্রত্যাশা করেন সরকারী আইন কর্মকর্তারা তার পাশে থাকবেন। সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সকল সেবা সংস্থা কার্যক্রমে আমরা তাদের সাথে থাকতে চাই, নগর বাসীর জীবন মান উন্নয়নে যে কোনো ক্ষেত্রে এবং পর্যায়ে আইনি সহায়তা দিতে আইন কর্মকর্তাগণ প্রস্তুত।
এই সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ, মোহাম্মদ মহসিন, আজাহারুল হক, এপিপি আল মামুন করিম, টিপু শীল জয়দেব, জাহেদুল ইসলাম, হাদী হাম্মাদ উল্লাহ, আফজাল হুসাইন, সাহেদা বেগম শিউলি এবং সিডিএ'র বোর্ড মেম্বার জসিম উদ্দিন শাহ সহ সিডিএ'র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.