বিনোদন নিউজ ডেস্ক:
বাজেটে সংস্কৃতি চর্চার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেলন কামাল বায়েজিদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সংস্কৃতির জন্য ১০ বছর ক্ষমতায় থেকে কিছু করেনি। সরকারের সবচেয়ে অবহেলিত সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য সরকার সবচেয়ে কম বাজেট দিয়ে থাকে।
আজ শনিবার ২৭ অক্টোবর সন্ধ্যা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ৫ দিনব্যাপী নাট্যাধার নাট্যপার্বণ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল বায়েজিদ আরো বলেন, ‘চলতি অর্থবছরের জন্য সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বাজেট দিয়ে মাত্র ৫১৭ কোটি টাকা। তার মধ্যে মন্ত্রণালয় বেতনসহ অনুসাঙ্গিক খরচ হয় ২২০ কোটা টাকা। এই অল্প টাকা দিয়ে সারাদেশে সংস্কৃতির কোন উন্নয়ন সম্ভব নয়। দেশে একমাত্র নাট্য কর্মীরাই পয়সা ছাড়া কাজ করে থাকে। দেশের নাট্যকর্মীদের জন্য বেতনের ব্যবস্থা করতে হবে সরকারের। নাটকের বাজেট বৃদ্ধির দাবি জানাই।’
নাট্যাধারের দল সমন্বয়ক নাট্যজন মাশরুজ্জামান মুকুটের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল বলেন, ‘নাট্য পরিচালক যে অনেক কষ্ট করে সেটার প্রাপ্তি কম পেয়ে থাকে। নিজের পকেটের টাকা দিয়ে নাটক তৈরি করে। আমাদের পরিচালকদের ও সীমাবদ্ধতা আছে।’
জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন, ‘গ্রুপ থিয়েটার নাট্যাধার নাট্য চর্চার ১৩ বছর পূর্তি করেছে, এটা কম সময় নয়। চট্টগ্রামে নাট্যাধার নিয়মিত নাটক মঞ্চস্থ করে থাকে। ঢাকার চেয়ে চট্টগ্রামে অনেক বেশি নাটক তৈরি হয়। কিন্তু চট্টগ্রামের নাট্য কর্মীরা ঢাকার অর্ধেক সুবিধা পেয়ে থাকেন। চট্টগ্রামের নাট্যদল সর্বোচ্চ ৫০ হাজার টাকা সরকারি অনুদান পায়। সেটা বৃদ্ধি করতে হবে।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে বাউল সংগীত পরিবেশন করেন ঢাকার অবয়ব নাট্যদল ও দলীয় নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম সঞ্চারী শিল্পী গোষ্ঠী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধা ৭ টায় একাডেমির মূল মিলনায়তনে আসাদুজ্জামান (দুলাল) রচিত ও শহিদুল হক শ্যাননের পরিচালনায় ঢাকার অবয়ব নাট্যদল পরিবেশন করে নাটক ‘ফেরিওয়ালা’।
উৎসবের দ্বিতীয় দিন আজ রোববার সন্ধ্যা ৭টায় মূল মিলনায়তনে নাট্যাধার মঞ্চস্থ করবে রুবাইয়াৎ আহমেদ রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘হিড়িম্বা’ এবং আহম্মদ কবির রচিত ও শারমিন সুলতানা রাশা নির্দেশিত নাটক ‘৩২ ধানমন্ডি এবং....।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.