সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে । বাতিল ঘোষণা করা হয়েছে চারজনের।
৫ মে রোববার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের এ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ মনোনয়নপত্রে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর ও আল আমিন সরকার।
ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ তানভীর আহমেদ (ফয়সাল), হাবিবুর রহমান, মোঃ আতিকুর রহমান হেলাল, মোঃ আবদুল্লাহ নজরুল, শেখ আকরাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, আফজালুন নেছা বাসিত, আছমা বেগম, কুলসুম বেগম, নুরজাহান মজুমদার, নাজমা আক্তার।
মনোনয়নপত্র বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ার হাসান, তারেক আবদুল্লাহ, রাশেদ আলম হায়দার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন। তবে মনোনয়নপত্র বাতিল ঘোষিত প্রার্থীরা আপিল করতে পারবেন।
মুরাদনগর উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৯১টি। পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ১ শত ১৯, মহিলা ২ লাখ ২৫ হাজার ৩ শত ১৯ ও তৃতীয় লিঙ্গ ৩ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.