দেশচিন্তা ডেস্ক : সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি চত্বরে
২৮ এপ্রিল রবিবার সকাল এগারো টায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা।
র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফর আলী, পাহাড়তলী শ্রমিক লীগ সভাপতি শফি বাঙালি, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন, নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মাষ্টার,
নুরুল আলম মাষ্টার, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল হোসেন, কোষাধ্যক্ষ মো: হারুন, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী, বাঁশখালী নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: আসগর হোসেন তালুকদার, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি হাসান বাদশা প্রমূখ।
নেতৃবৃন্দ শ্রমিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরন কর্মক্ষেত্রে শোভন পরিবেশ বজায় রাখার জন্য শিল্পউদ্যোক্তা এবং সরকারের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.