দেশচিন্তা নিউজ ডেস্ক:
জাতীয় ঐক্য ফ্রন্টের আজকের ( ২৭ অক্টোবর ) জনসভা সফল করতে এক প্রস্তুতি সভা জাতীয় সমাজতান্ত্রিক দল-জে এস ডি”র চট্টগ্রাম জেলা কার্যালয়ে গতকাল (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এবং সাত দফা দাবী আদায়ের লক্ষে ঐক্য ফ্রন্টের জনসভাকে সফল করতে হবে। তিনি আরও বলেন, লালদিঘী মাঠে জনসভার অনুমতি না দিয়ে সরকার স্বৈরচারীর ভ’মিকার পরিচয় দিয়েছে।
সভায় আরও বক্তব্য দেন- ডা. জবিউল হোসেন, আহমেদ নূর, অধ্যাপক ইসহাক উদ্দিন, শফিউল আলম খোকন, সরওয়ার আজম আরজু, মো: ইয়াকুব, আবুল বশর, খুরশিদ আলম, আমান উল্লাহ খান, আব্দুল মালেক গাজী, আবদুল বাতেন বিপ্লব প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.