আবদুল মামুন ফারুকী, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : টইটং বটতলী জুমপাড়া কিং স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত JPL-2024 স্বর্ণের রিংযুক্ত কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৭এপ্রিল (শনিবার) বিকাল ৩টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বটতলী জুমপাড়া স্টেশন মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
মোঃ এ.এইচ.আল মামুন এর পরিচালনায় মাদক-সন্ত্রাসমুক্ত থাকি, খেলা-ধুলায় যুক্ত থাকি শ্লোগানে ঈদের আনন্দে মেতে উঠতে মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশ বনাম আর.এস.ব্ল্যাক টাইগার্স নামের দু'টি দল উক্ত উদ্বোধনী খেলায় অংশ নেন। খেলায় টস জিতে মাঠে নেমে আর.এস.ব্ল্যাকটাইগার্স ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে রান সংগ্রহ করেন ১২৮ এবং প্রতিপক্ষ দল মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশকে ১২৯ রানের টার্গেট ছুড়ে দেন।
অন্যদিকে মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশ মাত্র দুই উইকেট হারিয়ে ১০ ওভারে ১৩২ রান সংগ্রহ করে ম্যাচ জয়ী হন। খেলায় ৫৩ রান ও দুই উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ জয়ী হন মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশের খেলোয়াড় ইয়াছিন আরফাত জিসান।
এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবলীগ এর ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ক্রীড়াবিদ মো. আজমগীর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবদুল মামুন ফারুকী, ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল জলিল, উপদেষ্টা আক্তার হোছাইন ও মো.জমির হোছাইন, প্রবাসী মুহাম্মদ ইউনুছ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.