ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া আমির ভান্ডার শানে আমির মোজাহেরীয়া খেদমত পরিষদ, আল্লামা শাহ্ আজিম ফাউন্ডেশন ও আমির ভান্ডার শাহ মঞ্জিলের উদ্যোগে ২২ শে রমজান মঙ্গলবার আল্লামা পীরে তরিকত আল্লামা সৈয়দ শাহ সুফি ফৌজুল আজম শাহর মাজার প্রাঙ্গণে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ত করেন শাহজাদা সৈয়দ একরামুল হক আমরী এতে আওলাদে আমির গনদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ সুফি সৈয়দ মামুনুর রশীদ আমিরী, শাহ সুফি সৈয়দ আমির হোসেন আমিরী, শাহ সুফি সৈয়দ সারওয়ার কাসেম আমিরী, শাহজাদা আরিফুজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ আসাদুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ আরমান ( ফানাফিল্লা) আমিরী,
শাহজাদা সৈয়দ আহমাদুল হক আমরী। ফাউন্ডেশনের পক্ষে হতে উপস্থিত ছিলেন সভাপতি শাহজাদা সৈয়দ একরামুল হক আমিরী, সাধারণ সম্পাদক মোঃ হারুন (কোম্পানি) সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আবু সৈয়দ টিটু, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলি, সহকারী সাংগঠনিক সম্পাদক নুর কাদের।
কায্যকরী সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্বাস, আরফাত, নাসির, জয়নাল, খোরশেদ, আসিফ, শহিদুল, খোকন, জালাল, ফজল করিম, সুলাইমান, জসিম, আনোয়ার, তানবির রহমান শুভ সহ আরও অনেকে।ইফতার মাহফিলে বক্তরা বলেন রমজান মাস সিয়াম সাধনার মাস।
অন্য ১১টি মাসের চাইতে এই রমজান মাসকে আল্লাহ তায়ালা রহমতের মাস হিসেবে ঘোষনা দিয়েছেন তাই আমরা যত পারি তত ইবাদতের মাধ্যমে রহমত আদায় করতে পারি মত ইবাদতে মশগুল থাকতে চেষ্টায় থাকব।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.